4.40
(48 Ratings)

Time Management

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

আমরা বিশাল বিশাল পরিকল্পনা করি। বড় বড় লক্ষ্য ঠিক করি। কিন্তু দিনশেষে আমাদের অধিকাংশ পরিকল্পনাই আলোর মুখ দেখে না। কিংবা আমাদেরকে যখন কোনো কাজ দেয়া হয়, একেবারে শেষ সময়ে এসে কাজটা করার জন্য হুড়োহুড়ি লেগে যায়। কেন?

‘হাতে সময় নেই!’ এই অভিযোগ আমরা নিয়মিত বলি-শুনি। সময় থাকবে না কেন? সময়ের ক্ষেত্রে তো সবাই সমান মালিক। সবাই দিনে ২৪ ঘন্টা করে পাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়?

আসলে সময় নেই এ ব্যাপারটা ঠিক এমন না। একটা নির্দিষ্ট পরিমাণ সময় সবার হাতেই আছে। তাই, যে সময়টুকু আছে সেটাকে যেন সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায় সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি সময় নষ্ট হয় এমন বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এটাই টাইম ম্যানেজমেন্ট।

তবে খুশির খবর হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট অন্যান্য বিভিন্ন স্কিল এর মতোই। অন্যান্য স্কিলের মতো এটাও শেখা যায়। বিভিন্ন কলাকৌশল ও পদ্ধতি ব্যবহার করে স্কিলটা সহজেই রপ্ত করতে পারবেন ইন শা আল্লাহ।

আমাদের মালিকানায় থাকা সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হচ্ছে সময়। সকল হারিয়ে যাওয়া জিনিসই আমরা ফিরে পেতে পারি কোনো না কোনোভাবে। কিন্তু সময়কে ফিরে পাওয়া সম্ভব না। সময়কে মূল্যায়ন করে আল্লাহর কাজে ব্যয় করে যেমন জান্নাতের আশা করা যায়, তেমনি এর অবমূল্যায়ন করে ও অপাত্রে ব্যয় করলে আল্লাহ না করুক- জাহান্নামে যাবার আশংকাও রয়েছে।

তাই একজন মুসলিম হিসেবে আসলে আমাদের প্রপার টাইম ম্যানেজমেন্ট ছাড়া কোনো গতি নেই। এই কোর্সে আমরা সেই বিষয়েই নিজেকে প্রস্তুত করবো এবং সময় নষ্টকারী নানান জিনিস থেকে কীভাবে বেঁচে থাকা যায় তা রপ্ত করবো ইন শা আল্লাহ।

কোর্সের অংশ হিসেবে প্রায় প্রতি লেকচারেই একটা টাস্ক দেয়া হবে। সেটা নিজের জীবনে এপ্লাই করতে থাকলে নিজের অজান্তেই টাইম ম্যানেজমেন্টের স্কিল রপ্ত হয়ে যাবে ইন শা আল্লাহ। কারণ শুধু শুনে গেলে জীবন পরিবর্তন হবে না। নিজেই কাজ করেই জীবন পাল্টাতে হবে।

তাই, দেরি নয়… সিদ্ধান্ত আপনার হাতে। জীবনটা কি এভাবেই চলতে দিবো? নাকি পরিবর্তনের সিদ্ধান্ত নিবো?

**কোর্সের লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখলে সবচেয়ে ফলপ্রসূ হবে আশা করি। আর সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা লেকচারের সাথে দেয়া টাস্ক কমপ্লিট করে করে সামনে আগাতে থাকলে। সময় ব্যবস্থাপনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ভিডিও লেসন দেখা, কোর্স ম্যাটেরিয়াল পড়ার পাশাপাশি কাজে লেগে যেতে হবে। আল্লাহ আমাদের সকলের জন্য বিষয়টি সহজ করুক। আমীন।
**কোর্সটিতে একবার এনরোল করলে পরবর্তীতে যত আপডেট লেসন বা এক্সট্রা রিসোর্স যা দেয়া হবে সবকিছুতে বিনামূল্যে লাইফটাইম এক্সেস পাবেন ইন শা আল্লাহ।

Show More

What Will You Learn?

  • এ কোর্সে আমরা শিখব টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি
  • কীভাবে ইফেক্টিভলি প্ল্যান করা যায়
  • কীভাবে গুরুত্বপূর্ণ কাজ সনাক্ত করে ঠিকভাবে সম্পন্ন করা যায়
  • সময় নষ্ট করে এমন কিছু ফাঁদ থেকে কীভাবে বাঁচা যায়
  • আরো কিছু টেকনিক

Course Content

মডিউল ১ : টাইম ম্যানেজমেন্ট পরিচিতি

মডিউল ২ : ইসলামে টাইম ম্যানেজমেন্ট

মডিউল ৩ : মাইন্ড সেটআপ

মডিউল ৪ : প্ল্যানিং

মডিউল ৫ : গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ কাজ আলাদা করা

মডিউল ৬ : জীবন বদলানোর সিদ্ধান্ত

মডিউল ৭ : ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট

Student Ratings & Reviews

4.4
Total 47 Ratings
5
24 Ratings
4
20 Ratings
3
3 Ratings
2
1 Rating
1
0 Rating
SA
2 years ago
মাশাল্লাহ
Informative course explained with real-life examples. Microphone quality should be improved.
MM
2 years ago
আমার জীবনে দারুন পরিবর্তন এনেছে
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন
SHARIF MANIK
2 years ago
Good
SA
2 years ago
Alhamdulillah. This course helps me to control over my 24 hours. I enrolled in this course last year. But in 2024, I reviewed again so that no destruction can break my concentration.
RM
2 years ago
আসলাফ একাডেমিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন।
MA
2 years ago
It was really good exercise. New skills learned now need to be applied in my lifestyle.
Rashad Sayaf
2 years ago
সুব্হানাল্লাহ! কোর্সটা যে কতটা ইফেক্টিভ তা পুরো কোর্স না করলে এবং কোর্সে দেওয়া দিকনির্দেশনা ফলো করে কাজ না করলে উপলব্ধি করা যাবে না। আল্লাহ উস্তাযকে জাযায়ে খায়ের দান করুন। আমীন। এমন প্রজন্মের স্বপ্ন দেখেছিলাম যারা বাস্তব জীবনের সাথে ইসলামের শিক্ষা এবং আধুনিক উপকারী জ্ঞানের সমন্বয়ে জান্নাতের দিকে প্রতিযোগীতামূলকভাবে অগ্রসর হবে। সেটা আজ স্বপ্ন থেকে বাস্তবের পথে।
HR
2 years ago
Alhamdulillah, it is a life-changing session. Allah blesses your work and gives plenty of barakah.
WA
2 years ago
Sound is cracking and quality is poor. Contents are good but not adequate.
MT
2 years ago
আলহামদুলিল্লাহ।
ভালোই লাগলো।অনেক কিছু নতুন শিখলাম।অনেক বিষয়ে চিন্তার দ্বার খুলে গেল।আশা করি,ইনশাআল্লাহ,উপকৃত হবো।
MH
2 years ago
আলহামদুলিল্লাহ .....খুব সময়োপযোগী ....মুসলিম মহিলাদের উপযোগী স্কিল ভিত্তক কোর্স এরেঞ্জ করলে আরো সহায়ক হবে
Alhamdulillah.
MI
3 years ago
আলহামদুলিল্লাহ, নিজের অনেক উপকারী বিষয় নিয়ে কোর্সটিতে আলোচনা করছে।
SF
3 years ago
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ ভালো লেগেছে।তবে আরো ইফেক্টিভিটি যোগ করার অনুরোধ।সাথে শীঘ্রই সাউন্ড সিস্টেম আরো উন্নত করবেন ইনশাআল্লাহ।জাঝাকাল্লাহ
DA
3 years ago
Alhamdulillah. Onk kisu sekhar asw course Theke in Muslim perspective
SP
3 years ago
Course materials are very important for life. Alhamdulillah.
But audio recording should be more clear.
AA
3 years ago
Alhamdulillah
KS
3 years ago
Ma Sha Allah 📝
Very effective course ✨
MF
3 years ago
I really like this course and its course contents.
AA
3 years ago
অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ আসলাফ একাডেমি কে। আল্লাহ আরও বারাকাহ দিক। আমিন।
চমৎকার
জীবনের সময় কে নিয়ে নতুন করে ভাবনার উদয় হয়েছে। নিজের কাজের প্রতি নিজের জবাবদিহির একটা ব্যাপার নিজের মধ্যে লক্ষ্য করছি।
আল্লাহ সাজ্জাদ হোসেন রাকিব ভাইকে উত্তম প্রতিদান দান করুক। আমীন
Jowel Hossain
3 years ago
শুকরিয়া!

সাউন্ডের ব্যাপারে আরো মনোযোগী হওয়া দরকার, যেহেতু এটি একটি পেইড কোর্স এখানে এয়ারফোনের মাধ্যমে সাউন্ড রেকর্ড করা বেমানান। ভালো কোর্স ম্যাটেরিয়ালের পাশাপাশি উন্নতমানের সাউন্ড আশা করাটা স্বাভাবিক।
সুবহানাল্লাহ, যেমনটা ভেবেছিলাম এর থেকে অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম শুধু সময় নিয়ে রুটিন কিভাবে করতে হয় এগুলো এবং আসে পাশে হয়তো কিছু থাকবে। এই কোর্সে আমার বর্তমান দুশ্চিন্তা মুক্ত হয়ে সমাধান ও খুঁজে পেয়েছি। সকল দিক দিয়ে গভীর থেকে গভীর আলোচনা করা হয়েছে। জাযাকাল্লাহু খাইরান উস্তায।
The course was very well organized. But the price is higher considering the content.
UA
4 years ago
alhamdulillah
LA
4 years ago
আপনার মনে হতে পারে টাইম মানেজমেন্ট খুবই সহজ, কিন্তু না তা নয়। হ্যা, তা সহজ, যদি আপনি আপনার জীবনে এর সূত্রগুলো প্রয়োগ করতে পারেন।এ রকমই কিছু সূত্র পেয়েছি এই কোর্সে।ধন্যবাদ আসলাফকে এরকম কোর্সের জন্য।
sakib_muhammad
4 years ago
আলহামদুলিল্লাহ ।

আসলাফ একাডেমিকে ধন্যবাদ এরকম একটি কোর্স অফার করার জন্য। কোর্সটি সম্পন্ন করে অনেক কিছু জানতে পেরেছি এবং অবশ্যই সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ।
শুধু একটাই সমস্যা ফেস করেছি সেটা হল লেকচারের সাউন্ড কোয়ালিটি, আশা করি এরপর থেকে আরো বেটার হবে ।