4.80
(60 Ratings)

রুকইয়াহ কোর্স (The Science of Prophetic Healing)

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জিনের আসর জাতীয় ভিন্ন ও বহুমাত্রিক এ-সব সমস্যার সমাধান সাধারণত জাগতিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ভুক্তভোগী ডাক্তারের শরণাপন্ন হলেও তার রোগ ধরা পড়ে না। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ দেখালেও বাস্তবে ভুক্তভোগী থাকে অসুস্থ। ফলে তাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়।

আর তুকতাক-করা ভণ্ড কবিরাজদের কাছে গেলে তো দুনিয়া-আখিরাত উভয়টাই হারাতে হয়। অথচ সমস্যার শুরু থেকে নিয়মিত রুকইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায়।
.
‘রুকইয়াহ’ নববি চিকিৎসার একটি পদ্ধতির নাম; অর্থাৎ কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগ-ব্যাধি ও সমস্যা-সমাধানের চিকিৎসার যে-নববি পদ্ধতি রয়েছে, তা-ই রুকইয়াহ। এই চিকিৎসা-পদ্ধতিতে বদনজর, জাদুটোনা, জিন-পরীর আসর, ওয়াসওয়াসাসহ অন্যান্য শারীরিক ও মানসিক রোগের সমাধান রয়েছে।

এ নিয়েই আলোচনা হবে আমাদের এই কোর্সটিতে।

Show More

Course Content

মডিউল ১ : রুকইয়াহ পরিচয়

  • লেকচার ১ : রুকইয়ার পরিচয়, প্রকার, প্রয়োজনীয়তা ও বর্তমান প্রেক্ষাপট
    26:32
  • [লেকচার শিট] লেকচার ১ : রুকইয়ার পরিচয়, প্রকার, প্রয়োজনীয়তা ও বর্তমান প্রেক্ষাপট
  • [ কুইজ: লেকচার – ১ ] রুকইয়ার পরিচয়, প্রকার, প্রয়োজনীয়তা ও বর্তমান প্রেক্ষাপট

মডিউল ২ : তাবিজ প্রসঙ্গ

মডিউল ৩ : জীন ঘটিত সমস্যা ও চিকিৎসা

মডিউল ৪ : জাদু প্রসঙ্গ

মডিউল ৫ : বদনজর, ওয়াসওয়াসা, বাতাস লাগা

মডিউল ৬ : মানসিক ব্যাধি

মডিউল ৭ : রুকইয়ার আগে যা জানতে হবে

মডিউল ৮ : মাসসুশ শয়তানের চিকিৎসা

মডিউল ৯ : সিহর, বদনযর ও ওয়াসওয়াসার চিকিৎসা

Student Ratings & Reviews

4.8
Total 57 Ratings
5
53 Ratings
4
5 Ratings
3
0 Rating
2
1 Rating
1
1 Rating
MA
2 years ago
Very detailed and authentic.
MN
2 years ago
اسلام عليكم و رحمة الله و بركاته.
الحمد لله الذي بنعمته تتم الصالحات.
الحمد لله كثيرا، الله اكبر كبيرا، و سبحان الله بكرتو واصيلا.
দীর্ঘদিন যাবত রুকইয়া শারইয়্যার কোর্সটি টি করার তীব্র ইচ্ছে ছিলো! অবশেষে আল্লাহু ﷻ অশেষ রহমত ও আসলাফ একাডেমি এর আন্তরিক সহযোগিতায় এই কোর্সটি সম্পন্ন করলাম। কোর্সটি করা কালীন মনে হচ্ছিল আমি নিজেই একজন পেশেন্ট! বিশেষ করে বদনজর ও অন্যান্য সমস্যা গুলো প্রায় অংশ মিল আছে। বদনজর যে আমার উপর আছে সেটা আমি পূর্ব থেকেই জানি। কারণ, আমি ১৯ বছর বয়সে গিয়ে হিফজুল কুরআন পড়ি! এবং, ঐ সময়টা তে গ্রামের বাড়ির কিছুসংখ্যক মানুষের নজরের স্বীকার হই! বিশেষ করে যারা আমার এবং আমার পরিবারের শত্রু তাদের দ্বারা প্রভাবিত। আমার দীর্ঘ দিনের ইচ্ছে ছিলো একটি রুকইয়া সেন্টার খুলবো। যেটির নাম হবে আস্-সুন্নাহ রুকইয়া সেন্টার, পাশাপাশি ইচ্ছে আছে জেনারেল ভাই-বোন দের জন্য একটি স্বতন্ত্র কোর্স চালু করবো। যেখানে বেসিক দ্বীনের জ্ঞান গুলো শিক্ষা দেওয়া হবে। ইচ্ছে আছে আস্-সুন্নাহ তারতিলুল কুরআন একাডেমি ও আস্-সুন্নাহ রুকইয়া সেন্টার খুলবো! আল্লাহু ﷻ আমার ইখলাস, ইলম্ ও আমলের মধ্যে তরক্কি দান করুক আমীন ইয়া রব!
সর্বোপরি, আপনাদের উচিত কোর্সটি করা। বর্তমান সময়ে রুকইয়া সম্পর্কে জানা এবং সেল্ফ রুকইয়া করা অনেকটা ফরজ/আবশ্যক।
এতে আপনি শারীরিক ও মানসিক স্বস্তি তে থাকবেন ইংশাা আল্লাহু ﷻ
আলহামদুলিল্লাহ, মা শা আল্লাহ্
আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া তিনি তার এই নগন্য গোলাম কে আসলাফ একাডেমির মাধ্যমে এই সুন্দর উদ্যোগ/আয়োজন কে উপলব্ধি করার এবং জানার চেষ্টা ও তাওফীক দান করেছেন আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ও এর সঠিক পদ্ধতি সম্পর্কে জানার জন্য বাংলা ভাষায় এই কোর্সটি সবচেয়ে সেরা মনে হয়েছে। লেকচার শিট গুলোও খুব উপকারী ও গোছানো। নির্দ্বিধায় অন্যকে সাজেস্ট করার মতো একটা কোর্স।
আলহামদুলিল্লাহ্। জিন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা এবং রুকইয়াহ সম্পর্কে কুরআন সুন্নাহের ভিত্তিতে স্বচ্ছ ধারণা প্রদানে রুকইয়াহ শারইয়াহ কোর্সটি খুবই চমৎকার, মা-শা-আল্লাহ।
MM
2 years ago
আলহামদুলিল্লাহ, অনেক দীর্ঘসময় নিয়ে উস্তায রুকইয়াহর খুটিনাটি বিষয়গুলো আলোচনা করেছেন। আমি ব্যাক্তিগতভাবে দারুণভাবে উপকৃত ও অনুপ্রাণিত হয়েছি আলহামদুলিল্লাহ৷ তবে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা গেলে আরো উত্তম হতো অন্তত একদিনের জন্য হলেও, যাইহোক তবুও আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। উস্তাযসহ আসলাফ একাডেমির সবাইকে জাযাকুমুল্লাহু খাইরন
TA
2 years ago
onek valo Alocona
MS
2 years ago
আলহামদুলিল্লাহ কোর্স টা খুব ভালো, অনেক কিছু জানতে পারলাম।
KS
2 years ago
খুব ভালো।
AJ
2 years ago
মাশাআল্লাহ কোর্স টি সবদিক থেকেই সুন্দর ছিল।

পরামর্শঃআমাদের মত ছাত্রদের কে একটু সরাসরি রুকইয়া করার ভিডিও দেখিয়ে শিখালে আরেকটু ব্যবহারিক দিক সহজবোধ্য হত।
Rashad Sayaf
2 years ago
আমাদের সমাজে রুকইয়াহ নিয়ে এতো প্রান্তিকতার মাঝে এই ভারসাম্যপূর্ণ পাঠদান সত্যিই প্রশংসনীয়। আল্লাহ উস্তাযকে জাযায়ে খায়ের দান করুন, আমীন।
NR
2 years ago
দোয়া রইলো আপনাদের জন্য 🥰🥰🥰
অসাধারণ একটি কোর্স ছিলো যারা এটি করতে সাহায্য করছেন তাদের জন্য,দোয়া ও ভালোবাসা রইল
আল্লাহ পাক এর উওর নেয়ামত দান করুক এই কামনা করি
AB
2 years ago
MashaAllah... Excellent.
MA
2 years ago
আলহামদুলিল্লাহ্ । কুসংস্কার মুক্ত ও সময় উপযোগী একটি কোর্স। প্রচলিত ভূল ধারণা এতে দূর করা হয়েছে।
ZM
2 years ago
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। রুকইয়াহ সম্পর্কে না জানার ফলে আমরা শিরক এর কাজ ও করে ফেলি। এই কোর্সটা সকলের জন্য গুরুত্বপূর্ণ
MR
2 years ago
Alhumdulilah, Summa Alhumdulilah. It was an amazing course. I have learned a lot from this course. Being a student of Aslaf Academy, I demand a detail advance course on Ruqiya, explaining the detail of different type of Ruqiya for different situation like Jinn possession, Black Magic, Evil Eye etc. And the detail process of doing Ruqiya.

Thanks

Jazakallah Khairan
RH
2 years ago
Alhamdulillah, The course is very informative for those who want to learn Ruqyah!
আলহামদুলিল্লাহ,বেসিক থেকে শুরু করে মোটামোটি সব ক্লিয়ার সেলফ রুকইয়াহ করার জন্য
AA
2 years ago
ডাক্তারের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেও যারা কোন রোগ খুঁজে পায় না, তাদের আসল রোগ আমি এই কোর্স করে জানতে পারলাম। আর তা হলো- "আল্লাহ মানুষকে বানিয়েছেন দেহ ও রুহের সম্মিলনে। কিন্তু ডাক্তাররা তো শুধুমাত্র শারিরীক কিছু বিষয়ই দেখতে পায়। রুহ, জ্বিন, যাদু, বদনযর ইত্যাদির মতো বিষয় তো তারা জানতেই পারে না। তাই সার্বিক চিকিৎসা নিতে হলে প্রত্যেকটা ব্যক্তির জন্য রুকয়াহ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
FK
2 years ago
Alhamdulillah

so informative

excellent teacher

inn sha allah it will be very helpful

jazakallah khairan
আলহামদুলিল্লাহ, নিজের সুরক্ষা এবং সাথে সাথে নিজের পরিবার আর আশেপাশের মানুষের সুরক্ষার জন্য রুকইয়ার গুরুত্ব জানতে পেরেছি। আশেপাশে ছড়িয়ে থাকা কুসংস্কার এবং কুফর থেকে বাঁচা এবং সতর্ক থাকার শিক্ষা পেয়েছি। ইনশা আল্লাহ, এসব গোপনীয় বিষয়ে যারা মানুষকে ধোকা দিয়ে ঈমান নষ্ট করে তাদের থেকে সাবধান থাকার বিষয়ে জানতে পেরেছি। আল্লাহ আমাদের যে শিফা দান করেছেন তার ব্যবহার বুঝতে পেরেছি এবং নিজের ঈমান ঠিক রেখে কিভাবে সমস্যা সমাধান করা যায়, তার সম্পর্কে জানতে পেরেছি। এটা আসলেই একটা সুন্দর আয়োজন ছিলো। জাজাকাল্লাহ খইরন।
RA
3 years ago
আলহামদুলিল্লাহ রুকইয়াহ সম্পর্কে অনেকদিন থেকে জানার আগ্রহ কাজ করছিল।এই কোর্সটা করার পর বিভিন্ন প্রচলিত ভুল পদ্ধতি সম্পর্কে যেমন জানলাম ঠিক তেমনি সঠিক চিকিৎসা সম্পর্কেও জানলাম।জাজাকুমুল্লহু খইর।
AB
3 years ago
আলহামদুলিল্লাহ। এ্যাডভান্স লেভেলর শিখতে আগ্রহী।
এই কোর্স টি সকলের জন্য উপকারি হবে বলে আমি মনে করি
HS
3 years ago
আলহামদুলিল্লাহ। এই কোর্সের মাদহ্যমে আপনাদের দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে। কোর্সটি অত্যন্ত যুগোপযোগী এবং দ্বীনকানা দের জন্য ফ্রী তে দেওয়া গেলে আরো ভালো হতো। কারন অনেকেই ধর্ম আর কুসংস্কার কে গুলিয়ে ফেলে। সেদিক থেকে অনেক দূরবর্তী, এবং একমাত্র সমৃদ্ধ ও আল্লাহর একময়াত্র মনোনীত ধর্ম ইসলাম। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। রুক্বইয়াহ এর ব্যপারে আমি পুর্ব থেকেই অভিজ্ঞ তবুও আপনাদের কোর্সটি অসাধারণ ছিলো।
AZ
3 years ago
আলহামদুলিল্লাহ কোর্সটি করে খুবই উপকৃত হয়েছি। অনেক অজানা বিষয় জানতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স। আমি মনে করি সকলকে এই কোর্সটি করা উচিত ।
আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হয়েছি কোর্সটি থেকে, সময়ের বাধ্যবাধকতা না থাকায় আল্লাহর রহমতে শেষ করতে পেরেছি,আলহামদুলিল্লাহ, আসলাফ একাডেমীর জন্য দুআ, আল্লাহ সুবহানাহু তায়া’লা তাদের চেষ্টা কবুল করুন,আমিন।
RB
3 years ago
আলহামদুলিল্লাহ খুব সুন্দর গুছানো একটি কোর্স। তবে চিকিৎসা মডিউলটা আর একটু ডিটেলস হলে আরো ভালো হত আলহামদুলিল্লাহ।

জাযাকাল্লাহু খইরান সংশ্লিষ্ট সবাইকে।
Alhamdulillah course ta kore onek upokrito hoyecu,,,,