4.80
(74 Ratings)

Marriage Preparation (Female)

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

Course Content

পর্ব – ১ : আমাদের দেহ

  • লেকচার ১ : আমাদের দেহ (পার্ট-১)
    48:08
  • লেকচার ২ : আমাদের দেহ (পার্ট-২)
    51:48

পর্ব ২ : তুলনামূলক মনস্তত্ব

পর্ব ৩ : স্বামীর প্রতি দায়িত্ব

পর্ব ৪ : নবীজির সংসার ﷺ

পর্ব ৫ : বিয়ে

পর্ব ৬ : গর্ভধারণ ও গর্ভকাল

পর্ব ৭ : সমস্যার শেষ নাই

লাইভ সেশন

Student Ratings & Reviews

4.8
Total 73 Ratings
5
62 Ratings
4
11 Ratings
3
0 Rating
2
0 Rating
1
1 Rating
আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে অশেষ শুকরিয়া যে এমন একটি কোর্স করার তাওফীক দিয়েছেন।যারা কোর্সের জন্য মেহনত করেছেন তাদের কে জাযাকুমুল্লাহু খইরণ ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ। অনেক কিছুই জানতে এবং শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ।প্রত্যেক বোনদের এই কোর্সটি করা উচিৎ বলে মনে করি। অনেক অনেক উপকৃত হবেন,ইন শা আল্লাহ্ তা'আলা।
MJ
2 years ago
এই কোর্স অবিবাহিত সব ভাই বোনদের করা উচিত,, আমরা অনেক কিছুই জানিনা যেগুলো জানা সহজতর হয়েছে এই কোর্সে।
SB
2 years ago
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি ও জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এর উপর আমল করার তাওফিক দান করুন। এতো সুন্দর ভাবে গুছিয়ে সময়োপযোগী এই কোর্সটি আনার জন্য আসলাফ একাডেমিকে ধন্যবাদ। এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন।
SB
2 years ago
Marriage Preparation (Female) কোর্স চলাকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন রাব্বুল আলামীন আলহামদুলিল্লাহ। 💚
কোর্সের প্রতিটা শব্দ প্রতিটা বার্তা কতোটা সহায়ক ভূমিকা পালন করেছেন যার শুকরিয়া অন্তরে থাকবে।
যে বিষয় গুলো জানা ছিলো না, এমনকি কখনো জানা হতোও না সে বিষয় গুলো সুনিপুণ ভাবে উপস্থাপন করা হয়েছে কোর্সটিতে। বারাকাহ্'র দোয়া থাকবে Aslaf Academy & D: Shamsul Arefin Sir এর জন্য।
NJ
2 years ago
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো একটু আমরা কোথাও শিখতে পারি না। আমাদের স্কুল কলেজ পরিবার কেউই এ সম্পর্কে শিখায় না। কিন্তু আমরা আবার আমাদের ক্যারিয়ার এর জন্যই জ্ঞান অর্জন করি। কিন্তু পরিবার কি আমাদের ক্যারিয়ারে বাইরে?? আমাদের সবার উচিত কোর্সটি করা। একজন সুস্থ পারিবারিক সম্পর্কে আমরা থাকতে চাই
AA
2 years ago
Alhamdulillah Bhalo
AJ
2 years ago
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত চমৎকার একটি কোর্স করার তৌফিক দিয়েছেন।অনেকেই হয়ত ভাবি যে,বিয়ে তো সবাই করে,বিয়ের আগে আবার কিসের প্রস্তুতি? জীবনকে সুন্নাহ ভিত্তিক সাজাতে, জীবনকে সুন্দর করতে,ইসলামের পথে চলতে বিয়ের আগেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার।এই কোর্সটা করলে আমাদের জন্য বিয়ের পর সুখী সংসার গড়া, সব সিচুয়েশন মেইনটেইন করা সহজ হয়ে যাবে ইং শা আল্লাহ। সব বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা ৭/৫ না ভেবে কোর্স টা কিনেই ফেলেন।খুবববববই ভালো একটা কোর্স।
আল্লাহ,আরেফীন ভাইকে বারাকাহ দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ এ কোর্সটি সম্পন্ন হয়েছে। আমি Aslaf Academy এর মাধ্যমে প্রত্যেকটা বোনকে বলতে চাই এ কোর্সটি আপনাদের জন্য কি পরিমাণ যে উপকারী তা নিজেরাই করলে বুঝতে পারবেন।এ কোর্সে প্রত্যেকটা স্লাইড ও পর্বগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে যা সবাইকে সহজভাবে বুঝতে সহযোগিতা করবে। আমি Aslaf Academy ও Instructor samsul arefin ভাইয়ের জন্য দোয়া করি,,, আল্লাহ তা'আলা যেন আপনাদের ও আপনাদের পরিবারকে উত্তম প্রতিদান দিক।
R
2 years ago
The course ' Marriage preparation ' conducted by Aslaf Academy was undoubtedly helpful. I have completed the whole recorded course. I would love to request our sisters to get enrolled in this course for learning many unknown things which we must know & implement in our married life as a wife. May Allah accept their good initiative & give barakah.
Excellent 🤍
MR
2 years ago
সেকেন্ড ক্লাস করার পর মনে হচ্ছে এই কোর্স টা প্রত্যেক মেয়েকে পার্সোনালি গিয়ে সাজেস্ট করি। বিশেষ করে আমার সমবয়সী মেয়েদেরকে (যারা অন্ধের মতো ক্যারিয়ারের দিকেই ছুটছে؟)! যে উদ্দেশ্য নিয়ে কোর্স টা করছি আল্লাহ্ সেটা সহজ করে দিন!! এসব কোর্সের পেছনে শ্রম দেয়া প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করে নিন
FF
2 years ago
আলহামদুলিল্লাহ Marriage preparation course for female শেষ হলো। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি Aslaf Academy এর প্রতি এবং কোর্স ইন্সট্রাক্টর ড. শামসুল আরেফিন উস্তাযের প্রতি। কুরআন ও সুন্নাহর আলোকে খুব সুন্দর সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ও ভালো লাগার মতো আলোচনা, মা শা আল্লাহ। সবচেয়ে ভালো লেগেছে সম্মানিত উস্তাযের সুন্দর বাচনভঙ্গির পাশাপাশি বিনয়ী ভাবটা(নিজেকে ও স্বজাতিকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা)। প্রতিটি মুসলিম বোনের এই কোর্সটি করা উচিত। পরিশেষে বলবো উস্তাযের প্রতিদান কোনো ছাত্র/ছাত্রী কখনো দিতে পারবে না, আমিও পারবো না। প্রতিদানটা জমা থাক মহান রাব্বের নিকট। তিনি দিয়ে দিবেন তাঁর প্রিয় বান্দাকে দুনিয়া অথবা আখিরাতে।
IJ
2 years ago
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তা'য়ালা কোর্সটি শেষ করা তৌফিক দিয়েছেন।অনেক কিছু শিখেছি এখান থেকে, আলহামদুলিল্লাহ। আমার কাছে এই কোর্সের পুরুষ নারীর দেহতত্ত্ব ও মন:স্তত্ত্ব টপিক দুটো সবচেয়ে ভালো লেগেছে।এতো সুন্দর করে এ বিষয় নিয়ে আলোচনা অন্য কোথাও পাই নি।
AS
2 years ago
এই কোৰ্স নিয়ে যতই বলব ততই কম হবে।
এত বেশি ভালো লেগেছে যে মাত্ৰ তিন দিনে আমি সব লেকচার শুনে ফেলেছি।
বিয়ের আগে কোর্স টা করা ভীষণ জরুরি।
Aslaf Academy এর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর দুয়া রইলো।
আল্লাহ সুবহানু তায়ালা যেন অনেক বেশি বারাকাহ ঢেলে দেন।
আর কোর্স instractor dr shamsul arefin shakti কে যেনো উনার ইলমে,আমলে বেশি বেশি বারাকাহ দেন,উনাকে যেনো ইসলামের জন্য কবুল করেন।
জাঝাকাল্লাহ খাইরান।
HA
2 years ago
احسنت للغاية ماشاءالله جزاك الله بارك الله في حياتك وعلمك وعقلك و صدرك
DM
2 years ago
Alhamdulillah. Alhamdulillah.
Marriage Preparation (Female) course ti thek ami onk kicu jante o sikhte parci Alhamdulillah. Ami bonderke bolbo apnarao ei course ti korte paren onk upokrito hoben in sha allah.
SP
2 years ago
আলহাদুলিল্লাহ ম্যারেজ ওয়ার্কশপটা কমপ্লিট করলাম। ছেলেদের সাইকোলজি মেয়েদের সাইকোলজি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলাম। বৈবাহিক সম্পর্ক কিভাবে সুন্দর রাখা যায় অনেক কিছু জানলাম কুরআন সুন্নাহর আলোকে। খুব সুন্দর উপস্থাপন আর উপস্থাপক যখন একজন ডাক্তার তখন তো অনেক উপকারী ইনফর্মেশন ও ছিল। আমরা অনেক বোনরা মনে করি ঘরে থাকা বাচ্চা সামলানো তে কোনো সম্মান নেই কিন্তু এটা যে কত সম্মানের আর সাওয়াব এর খুব ভালো ভাবে বুঝতে পারবেন কোর্স এর মাধ্যমে। অনেক ভুল ধারণা বদলে যাবে। খুবই উপকারী একটা কোর্স সময় উপযোগী। বিবাহিত অবিবাহিত সব বোনদের এই কোর্স করার অনুরোদ করছি। জাজাকিল্লা খাইরণ উস্তায কে।আল্লাহ উনাকে কবুল করুন উনার নেক ইচ্ছা গুলোপুরুন করুন। ভালো কাজ করার তাওফিক দিন। আসলাফ অ্যাকাডেমির সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করুন।এত সুন্দর উপকারী কোর্স আনার জন্য।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এতো সুন্দর একটা কোর্স করার তাওফিক দিয়েছেন। যদিও এখানে লেখা আছে এটা Marriage Preparation কোর্স, কিন্তু আমি মনে করি এটা পুরো লাইফের যেকোনো সম্পর্কের ক্ষেত্রে একটা সুন্দর পরামর্শের সমাহার। বিবাহিত অবিবাহিত সকলের জন্যই খুব প্রয়োজনীয়।
এখানে যা যা জানতে পারবেনঃ
১/ নারী-পুরুষের শারীরিক গঠনগত বৈষম্য
২/ নারী-পুরুষের মানসিক ও চিন্তাগত বৈষম্য
৩/ নারী-পুরুষের ফিতরাতগত বৈশিষ্ট্য
৪/ সংসার জীবনে নবিজি
৫/ নারীবাদের সূচনা ও বিস্তার; এর পিছনের গোপন পরিকল্পনা
৬/ নারীদের গর্ভধারণ ও গর্ভকালে করণীয়
৭/ পারিবারিক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা, ইত্যাদি
এই আলোচনাগুলো শুধু স্বামী-স্ত্রী নয়, যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই আপনি এপ্লাই করতে পারবেন এবং সুফল পাবেন ইনশা আল্লাহ।
বিয়ের আগে করতে পারলে খুবই ভালো। তবে যাদের বিয়ে হয়ে গেছে তারা বাকি জীবনকে সুন্দর করার জন্যও করতে পারেন। বয়স্ক হলেও যদি বিষয়গুলো ধারণ করার মতো হয় তাহলে করা ভালো।
এটা আমার মতামত। এছাড়া সবকিছুর ক্ষমতা তো আল্লাহরই হাতে।
আল্লাহু আ'লাম।
আল্লাহর অশেষ রহমতে কোর্স টা শেষ করতে পেরেছি। আমার বিবাহের কিছুদিন পূর্বে আমার মামা আমাকে বিয়ের হাদীয়া হিসেবে এই কোর্স সহ আরো 1 টি কোর্স কিনে দিয়েছিলেন। বিয়ের বেশ কিছুদিন পর শেষ হয়। এটা কতটা জরুরি ছিল আমার জন্য তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলহামদুলিল্লাহ।
Masha'Allah informative course. however, it would've been better if there were more lessons/longer videos explaining more of the complex topics on marriage and adding some mas'ala and/or shari'ah laws. May Allah give guidance and barakah on whoever listening to this course, Ameen.
Alhamdulillah...
Onnnnk Valo laygaysay course ta...
MH
2 years ago
Great!!!!!
SA
2 years ago
আসসালামু আলাইকুম। যদিও অবিবাহিত, তবুও এখনি এই কোর্সের গুরুত্ব বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে নারী-পুরুষের সাইকোলজি রিলেটেড বিষয়গুলো খুব হেল্পফুল আলহামদুলিল্লাহ। ঘরের মাহরাম পুরুষের প্রতিও অতিরিক্ত এক্সপেক্টেশনে লাগাম এসেছে আলহামদুলিল্লাহ। আমারই আশেপাশে যখন বিবাহিতাদের বিভিন্ন সংকট শেয়ার করতে শুনি, তার মূল বুঝতে সহজ হয়। বিশেষ করে সাইকোলজি রিলেটেড পার্টটির জন্য। আল্লাহ চান তো কোর্সটি প্রত্যেক নারীর জন্য অনেক উপকারী হতে পারে। কোর্স সংশ্লিষ্ট সকলকে রব্ব উত্তমরূপে কবুল করুন। আমিন।
আসসালামু আলাইকুম, আমি মনে করি সব বোনদের জন্য প্রয়োজনীয় এই কোর্স টি।অনেক কিছু শিখেছি যা পূর্বে জানতাম না।
UR
2 years ago
Ami Reverted Muslimah Alhamdulillah. Sothik ba Islamic way te family kemon hoy jana nei , sami, stri, sontan, ma baba kono kichhutei kono sothik dharona chhilona amar. sudhu vabtam inshaAllah ekdin ami esob bisoye course korbo tarpor shikhe nibo sottikarer poribar kemon hoy, kivabe manage korte hoy sobkichhu. Allah r rohomot Allah amk ei course ta miliye diyechhen. eto sundor kore bujhano hoyto onno kono course e pawa jabe na. MashaAllah. jazakumullahu khoiron eto sundor course er bebostha korar jonno. Ami duita course kinechhilam ekta family management arekta marriage preparation. Alhamdulillah. Amar sotti mone hoy protita manush er ei course gulo kora uchit. bortoman jamanay amra sothik way ta janina kew i, sobar i jene newa uchit. in sha Allah. Jazakumullahu Khoiron fid duniya wal akhirah.
TT
2 years ago
আলহামদুলিল্লাহ,সুম্মা আলহামদুলিল্লাহ, আমার রব দয়া করে,করূণা করে আমাকে এমন একটি অসাধারণ কোর্স করার সুযোগ দিলেন,
অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই কোর্সটির বিভিন্ন ট্রপিক শেষ করার পর শুধু একটাই ভাবনা মাথায় এসেছিলো," কোর্সটি না করার আগে তো,আমি অনেক কিছুই জানতাম, আল্লহু আকবর, আমি যদি কোর্সটি না করতাম?? "
ওয়াল্লাহি, হে আমার বোন,এই কোর্সটি আপনার জন্য উপকারী, যদি আপনি বিবাহিত হোন কিংবা অবিবাহিত।

এত সুন্দর গাঠনিক আলোচনা, মাশ আল্লাহ।
সম্পূর্ণ কোর্সের প্রতিটি লেকচার আপনাকে পরবর্তী লেকচারের প্রতি আকর্ষণ বাড়াবে।ইন শা আল্লাহ।

ডা: শামসুল আরেফীন এর উপস্থাপনা আপনাকে মুগ্ধ করবে।মন থেকে এমন একজন আল্লাহর বান্দার জন্য দোয়া অবশ্যই।আল্লাহ কবুল করূণ।

ধৈর্য্য,একাগ্রতা,এবং ইল্ম অর্জনের পিপাসা এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় প্রয়োজন ,তাই সামান্য কয়েকটি ভিডিও তে সাউন্ড সমস্যাকে বড় করে দেখবেন না,সম্পূর্ণ কোর্সটি ফায়দা এর তুলনায় তা নিতান্তই নগন্য,আলহামদুলিল্লাহ,সুম্মা আলহামদুলিল্লাহ

আমি অনেক পরিচিত বোনদের বলতে শুনেছি,বিয়ে প্রেক্টিক্যাল ব্যাপার,যখন যেটা সামনে আসে,তার সাথে খাপ খাইয়ে নিতে হয়।
আল্লহু আকবর,আপনি যদি আপনার রবের হুকুম মেনে চলেন,তাঁর সন্তুষ্টির পথে চলেন,তাহলে আল্লাহ্ সুবহানাল্লাহ ওয়াতাআ'লা আপনার পথ সহজ করবেন।ইন শা আল্লাহ।চেষ্টাটাই আসল।

এই কোর্সটি আপনাকে আপনার রবের আরো নিকটে যেতে সাহায্য করবে।ইন শা আল্লাহ
কিন্তু আপনি জানেন না, যে আপনি কিভাবে চেষ্টা করবেন, নিজের প্রবৃত্তি দিয়ে বিবাহিত জীবনের সমস্যা সমাধান করে/করার মাধ্যমে নিজের ক্ষতিটাই নিজেই করছেন/করবেন না তো?

ইল্ম আপনার কাজে লাগবেই যেভাবেই হোক।
ইল্ম অর্জনকারীর মর্যাদা তাই আল্লাহর কাছে অনন্য।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কোরআনে বলেছেন,
"বল-যারা জানে,আর যারা জানে না,তারা কি সমান?
বিবেকবুদ্ধি সম্পন্নরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।"
সূরা যুমার-৩৯,আয়াত-৯
SA
3 years ago
অসম্ভব সুন্দর আলোচনা৷অনেক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ ভবিষ্যত জীবনে কাজে লাগাব। আল্লাহ এই কোর্সের সকলকে উত্তম প্রতিদান দান করুন।
very good
TT
3 years ago
আলহামদুলিল্লাহ কোর্সটি করে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পেরেছি এবং অনেক উপকৃত হয়েছি। এই কোর্সটি বিবাহিত ও অবিবাহিত সকল বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
YA
3 years ago
১বছর আগে কোর্সটি পারচেজ করেছিলাম,১বছর পর এখন শেষ করলাম আলহামদুলিল্লাহ। খুব ভুল করে ফেলেছি বিয়ের পর পর ই অর্থাৎ ১বছর আগে কমপ্লিট করে না ফেলায়!যা যা শিখলাম তা বিয়ের ঠিক ইমিডিয়েট পর পর ই শেখা উচিত ছিল বাস্তবতার সাথে কথাগুলি এতটাই প্রাসঙ্গিক ছিল!তাই হয়তো দেরি হয়ে গেছে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ খুশি জানতে তো পেরেছি।।।।
আল্লাহ তা'য়ালা কোর্সটির সাথে সম্পৃক্ত সকলকে উত্তম জাঝা দান করুন তাদের আমলে, ইমানে, জবানে, জীবনে বারকাহ দান করুন আমিন। আল্লাহ আমাদের পরিবারগুলিতে বারকাহ ঢেলে দিক শান্তির নীড় আর চক্ষু শীতলকারি বানাক আর রক্ষা করুক ভেঙে যাওয়ার হাত থেকে।।।। এই কামনায়। আমিন।